একুশ শতকে জীবন যাপন ও টিকে থাকার লড়াইয়ে প্রকৃত শিক্ষা অর্জন করা এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। একদিকে তত্ত্ব উপাত্ত এবং তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ শিক্ষাকে এনে দিয়েছে অপার সম্ভাবনাময় যোগাযোগ পরিধি, অন্যদিকে পাঠের আওতা বেড়ে গিয়ে যোগ হয়েছে বহুমাত্রিকতা। বর্তমান ডিজিটাল বাংলাদেশের গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে যোগউপযোগিত শিক্ষা অর্জনে অনেক বেশী পরিশ্রম ও একাগ্রতা প্রয়োজন। শৃঙ্খলা নিয়মানুবর্তিতা প্রয়োগ করে যাকে অধিকতর সহজ করা সম্ভব। তাই শিক্ষার কাঙ্খিত মান অর্জন করতে হলে পরিকল্পিত পাঠবিন্যাস অধ্যয়ন এবং যথাযথ পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। বিষয় অনুধাবন করে শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের জন্য প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়। প্রসপেক্টাস অনুসরণ করলে শিক্ষার্থীগণ চূড়ান্ত পরীক্ষাসমূহে সফলতা পাবে এ আমার বিশ্বাস। তাছাড়া শিক্ষকমন্ডলী পরিকল্পনা বাস্তবায়নে যথাযথরূপে দায়িত্ব পালনে সক্ষম হবেন। বিগত বছরের ফলাফল ও পাঠদান প্রক্রিয়ায় যার প্রতিফলন দেখা যায়। মাদরসার বার্ষিক কার্যক্রমের ধারাবাহিক বিবরণ, শিক্ষার্থীর পালনীয় ও করণীয় পাঠ্যসূচী, সহপাঠ কার্যক্রম প্রভৃতি বিষয় অন্তর্ভূক্ত আছে প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডারে। মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্য প্রকাশিত প্রত্যেক বছরের প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডার এক অনুকরণীয় দলিল হিসেবে গুরুত্ব পাবে। প্রসপেক্টাসের বিষয়সহ শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বিষয়সমূহের একক এবং সম্মিলিত
ডাটা আমাদের এ ওয়েবসাইটে আপডেট করার ব্যবস্থা নেয়া হয়েছে। এটি অনুসরণ করে মাদরাসার সাথে সংযুক্ত সকল বিষয়ের দিক নির্দেশনা নেয়া এবং দেয়ার কাজ আরো গতিশীল হবে বলে বিশ্বাস করি। নৈমিত্তিক কার্যাদির সাথে প্রতিনিয়ত আধুনিকায়নের প্রক্রিয়ায় যুক্ত হতে আমরা বদ্ধপরিকর। আমাদের ওয়েবসাইটে সকলকে সু-স্বাগতম। ওয়েবসাইট সংশ্লিষ্ট কমিটি, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই।
নকলা এলাকাবাসি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং কলেজের শুভাকাঙ্খিদের সার্বিক সহযোগিতা কামনা করি।
ধন্যবাদান্তে,
মোঃ অলিউল্লাহ
সুপার
কায়দা বালিকা দাখিল মাদরাসা
নকলা, শেরপুর।